Type Here to Get Search Results !

মৌন রূপসজ্জা"......... কানাডা থেকে স্বাগতা বিশ্বাস এর অনুভব

 মৌন রূপসজ্জা"
 


পৃথিবীর মানচিত্রে এক যে  আছে দেশ , 

চিত্রকারের আঁকা সে এক মহান দেশ |

নাই বৈষম্য নাই ভেদাভেদ ধর্মের , 

সবাই যেন একই সুরে গায় গান সাম্যের |

খুশীর আমেজ লেগেই থাকে নাই চিহ্ন দীনতার ,

সে যে এক সোনার ভূমি সৃষ্টি বিধাতার |

প্রকৃতির অবারিত আঙ্গিনায় চারটি ঋতুর মেলা ,

যেন ভুবন ভোলানো অপরূপ সৌন্দর্যের খেলা |

জেগে উঠে প্রাণ বসন্তের আবেগে ,

নীল আকাশের নীচে সবুজ যেন দেয়  সাড়া | 

গভীরে অনুরাগে |

রং বেরঙের ফুল , প্রজাপতি , 

নাম না জানা পাখিদের মধুর গুঞ্জন ,

আবেশ -জড়ানো নয়ন বলে খুলে দিয়েছি মোর অবগুণ্ঠন |

শান্ত স্নিগ্ধ মিষ্টি হাওয়া দোল দেয় বুকে ,

অমলিন প্রেম যেন এখনো ভালোবাসার ছবি আঁকে |

রূপকার গ্রীষ্মের গভীরে রং তুলির টানে |

যেন সুন্দর্য্যের উজ্জ্বল আভায় উগ্ররূপের চমক আনে |

ঋতুর আবর্তে পাতা ঝরা (ফল) পালায় |

সদর্পে ভুবন বলে , ‘আমি' সুন্দরী অসামান্য ,

'আমি' মনমোহিনী 'আমি' অনন্যা |

পরিবর্তনে নিজেকে সাজায় ধবল দুধ সাদায় ,

চুপ করে থাকে যেন এক শান্ত মৌন রূপসজ্জায় |


- স্বাগতা বিশ্বাস, কানাডা


৫ই মার্চ ২০২১


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Swagata biswas ke eto kache theke dekhechi er oner sannyidhdhyo peyechi tai jani tripursr jonnyo oner je gavir taan onake tariye beray tari protifolon oner kolome,tai sudur canaday bose o oner swadesher jonnyo asadharon anuvuti.

    উত্তরমুছুন