আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মৌন রূপসজ্জা"......... কানাডা থেকে স্বাগতা বিশ্বাস এর অনুভব

    আরশি কথা

     মৌন রূপসজ্জা"
     


    পৃথিবীর মানচিত্রে এক যে  আছে দেশ , 

    চিত্রকারের আঁকা সে এক মহান দেশ |

    নাই বৈষম্য নাই ভেদাভেদ ধর্মের , 

    সবাই যেন একই সুরে গায় গান সাম্যের |

    খুশীর আমেজ লেগেই থাকে নাই চিহ্ন দীনতার ,

    সে যে এক সোনার ভূমি সৃষ্টি বিধাতার |

    প্রকৃতির অবারিত আঙ্গিনায় চারটি ঋতুর মেলা ,

    যেন ভুবন ভোলানো অপরূপ সৌন্দর্যের খেলা |

    জেগে উঠে প্রাণ বসন্তের আবেগে ,

    নীল আকাশের নীচে সবুজ যেন দেয়  সাড়া | 

    গভীরে অনুরাগে |

    রং বেরঙের ফুল , প্রজাপতি , 

    নাম না জানা পাখিদের মধুর গুঞ্জন ,

    আবেশ -জড়ানো নয়ন বলে খুলে দিয়েছি মোর অবগুণ্ঠন |

    শান্ত স্নিগ্ধ মিষ্টি হাওয়া দোল দেয় বুকে ,

    অমলিন প্রেম যেন এখনো ভালোবাসার ছবি আঁকে |

    রূপকার গ্রীষ্মের গভীরে রং তুলির টানে |

    যেন সুন্দর্য্যের উজ্জ্বল আভায় উগ্ররূপের চমক আনে |

    ঋতুর আবর্তে পাতা ঝরা (ফল) পালায় |

    সদর্পে ভুবন বলে , ‘আমি' সুন্দরী অসামান্য ,

    'আমি' মনমোহিনী 'আমি' অনন্যা |

    পরিবর্তনে নিজেকে সাজায় ধবল দুধ সাদায় ,

    চুপ করে থাকে যেন এক শান্ত মৌন রূপসজ্জায় |


    - স্বাগতা বিশ্বাস, কানাডা


    ৫ই মার্চ ২০২১


    3/related/default