দেশজুড়ে কোভিডবিধি না মানার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।আর এর ফলস্বরূপ ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটাই বেড়েছে কোভিড সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন। সরকারি রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি, ৮ লক্ষ, ২৬ হাজার, ৭৫ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার, ৩১ জন। দৈনিক সংক্রমিতের চেয়ে বেশ কিছুটা কম দৈনিক করোনাজয়ীর সংখ্যা। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ, ৫৭ হাজার, ৪৩৫ জন। তবে আশার কথা, সংক্রমণ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জোর কদমে চলছে টিকাকরণ প্রক্রিয়াও। ইতিমধ্যে ১ কোটি, ৬৬ লক্ষ, ১৬ হাজার, ৪৮ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৪ঠা মার্চ ২০২১