বৃহস্পতিবার তাজমহলে বোমাতঙ্ক ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে উত্তরপ্রদেশে পুলিশের ইমারজেন্সি নম্বরে এক ব্যক্তি ফোন করে জানান তাজমহলে বোমা রাখা আছে। এর পরই পর্যটকদের তাজমহল থেকে বের করে আনা হয়। আশে পাশের রাস্তায়ও মানুষের আনাগোনা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সবকটি ফটক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও বম্ব স্কোয়াড। শুরু হয়েছে তল্লাশি।এদিকে ফোনটির ট্র্যাক করে জানা যায় ফিরোজাবাদ থেকে এক ব্যক্তি ফোন করেছিলেন। মূলত ভুয়ো আতঙ্ক তৈরি করতে লোকটি ফোন করেছিল বলে পুলিশ সূত্রে খবর। ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য লকডাউনে দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল তাজমহল। সেপ্টেম্বর থেকে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে তাজমহলের দরজা। কোভিড বিধিনিষেধ মেনেই প্রবেশ করছেন পর্যটকরা।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৪ঠা মার্চ ২০২১