Type Here to Get Search Results !

তিন বছর পূর্তিতে রাজ্য সরকারের কাজের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ

রাজ্য সরকারের তিন বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন কল্পতরু । রিমোট টিপে নয়টি প্রকল্পের শিলান্যাস করলেন।  মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি আইপিএফটি জোট সরকারের তিন বছর পূর্তিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাবেশে ভার্চুয়াল ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন ত্রিপুরাবাসী তিন বছরে রাজ্যের পরিবর্তন স্পষ্ট অনুভব করছেন মানুষ সরকারি প্রকল্পের সুফল পাচ্ছেন। তিনি উদাত্ত কন্ঠে ত্রিপুরার উন্নয়নের প্রশংসা করেন।

এডিসিতে বিজেপি এলে মানুষ লাভবান হবে বলে আশ্বস্ত করেন। কারণ কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তার টিমের কাজের প্রশংসা করে ধন্যবাদ জানান। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, ৯ মার্চ রাজ্যের ইতিহাসে অভিশাপের মুক্তির দিন। একটা দীর্ঘ সময় পিছিয়ে ছিল ত্রিপুরা। অন্ধকারময় ছিল। এখন নতুন দিশায় এগোচ্ছে ত্রিপুরা। মানুষ কাজ করতে চায় আত্মনির্ভর ত্রিপুরা তৈরি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীও তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ত্রিপুরায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের জন্য। এদিকে সমাবেশে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মন্ত্রী রতন লাল নাথসহ অন্যান্যরা। তবে আশ্চর্যজনকভাবে এদিনের সমাবেশে জনজাতি সম্প্রদায়ের কোন বিধায়ককে দেখা যায়নি। যদিও জনজাতি ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের শাসক দলীয় কর্মী সমর্থকদের গন্তব্যস্থল ছিল বিবেকানন্দ ময়দান। মাঠের বাইরে ও রাস্তা ছিল বিজেপি কর্মীদের দখলে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

৯ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.