আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুশাসন: রাজ্য সরকারকে ধন্যবাদ প্রদেশ বিজেপি'রঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ

    ৩৬ মাসে ৩৬টিরও বেশি প্রকল্পের কাজ হয়েছে রাজ্যে। এর মধ্যে ১০টি প্রকল্পের কাজ ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। এমনটাই দাবি করে প্রদেশ বিজেপি ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারকে। মঙ্গলবার বিকেলে দলের প্রদেশ কার্যালয়ে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্যের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়ক ভূমিকায় এদিন ৯টি প্রকল্পের শিলান্যাস হয়। সবগুলি বাস্তবায়ন হলে ব্যাপক কর্মসংস্থান হবে। নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে সেতুর উদ্বোধন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪০ হাজার ঘর, আগরতলা-উদয়পুর জাতীয় সড়ক চার লেনে করা, কৈলাশহর খোয়াই জাতীয় সড়ক নির্মাণ সহ আরো কিছু। রাজ্য সরকার ৩৬ মাসে কি কি করে তাও সংক্ষিপ্ত আকারে তুলে ধরে তিনি বলেন, বেতন কমিশনের স্কেল প্রদান, কৃষকের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়, সরকারি-বেসরকারি মিলিয়ে এক লক্ষ কর্মসংস্থান, মহিলাদের পুষ্টিকর খাদ্য প্রদান। তাছাড়া নয়টি জাতীয় সড়ক হতে চলেছে।এদিকে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, তিন বছরে সরকারের সাফল্যকে বুথ স্তরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ১৩ মার্চ জেলাস্তরে সরকারকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ হবে। পাশাপাশি বিভিন্ন সভা সমাবেশের মধ্য দিয়েই রাজ্য সরকারের কাজের সাফল্যের কথা তুলে ধরতে ব্যাপক প্রচার অভিযানের আয়োজন করেছে প্রদেশ বিজেপি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৯ই মার্চ ২০২১


     

    3/related/default