Type Here to Get Search Results !

কোভিড-১৯ সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকর থাকবে ৩০ এপ্রিল পর্যন্তঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


সাধারণ মানুষের মধ্যে কোভিড- ১৯ সংক্রমণ রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধি-নিষেধগুলি ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে। এই বিধি-নিষেধ অনুযায়ী অনুযায়ী, পাবলিক প্লেস/কাজের জায়গায় অথবা যানবাহন চলাচল/যানবাহন চালানোর সময় বাড়িতে তৈরি ধোওয়া যায় এমন কাপড়ের মাস্ক অথবা যে কোন কাপড় দিয়ে নাক, মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাবলিক এবং বেসরকারি যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রেখে দোকান চালাতে হবে দোকানের সামনে এক মিটার কোন জায়গায় একসঙ্গে একজনই থাকতে পারবেন। এক মিটারের বেশি এলাকা অথচ দুই মিটারের চেয়ে কম জায়গা থাকলে সেখানে একসঙ্গে দুজন থাকতে পারবেন। অবশিষ্টরা লাইনে ১ মিটার দূরে দূরে দাঁড়াতে পারবেন। ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পড়তে হবে। ওই এলাকা প্রতিদিন সেনিটাইজ করা বাধ্যতামূলক। এই রেগুলেশন অনুযায়ী মাস্ক না পরা বা মুখ না ঢাকার জন্য প্রথমবার ২০০ টাকা এবং এরপর প্রতিবারের ক্ষেত্রে ৪০০ টাকা করে জরিমানা করা হবে পাবলিক এবং বেসরকারি যানবাহনে বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখা না হলে এবং হোম কোয়ারেন্টাইনে নিয়মকানুন লংঘন করলে এক হাজার টাকা জরিমানা করা হবে। কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/ সংস্থা এইসব বিধি নিষেধ অমান্য করলে আইপিসি ১৮৮ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

৩রা এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.