Type Here to Get Search Results !

মঙ্গলবার থেকে কর্নাটকে কারফিউ

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনা পরিস্থিতি অবনতির কারণে মঙ্গলবার থেকে কর্ণাটকে কারফিউ জারি করা হল।সোমবার রিপোর্ট এসেছে গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে নতুন করে ৩৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। প্রতিদিন সংখ্যাটা বেড়েই চলেছে। কর্ণাটক সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮০৪। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। আর শুধু বেঙ্গালুরু শহরাঞ্চলেই প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ভয়াবহ এই ছবি সামনে আসার পরই ঘোষণা করা হয়, পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার থেকে রাজ্যে কারফিউ জারি থাকবে।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, আগামিকাল রাত নটা থেকে এই কার্ফু জারি হবে। আগামী ১৪ দিন জারি থাকবে লকডাউন। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি কেবল সকাল ৬টা থেকে ১০টা অবধিই পাওয়া যাবে। তারপর সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন ব্যবস্থাও। তিনি এও বলেন যে, কর্ণাটকের কোভিড পরিস্থিতি মহারাষ্ট্র ও দিল্লির থেকেও খারাপ। এই মুহূর্তে দেশে করোনায় তৃতীয় বিপর্যস্ত রাজ্য হিসাবে কর্ণাটকের নাম এসেছে। এদিকে অ্যাক্টিভ কেসের নিরিখে বেঙ্গালুরু পিছনে ফেলেছে মুম্বইকে।


আরশিকথা দেশ-বিদেশ

২৬শে এপ্রিল ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.