আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একুশ উনিশঃ মাতৃভাষার জলছবি ---- রতন আচার্য, ত্রিপুরা

    আরশি কথা

    একুশ উনিশঃ মাতৃভাষার জলছবি


     কতগুলি পাখি

    মা-মা বলে

                     দিল ডাকি

    হৃদয়ে তুলিল ঝড়-

    ট্রিগার লিখে দিল

    পবিত্র স্থায়ী নাম,

                  বরাক আর ঢাকার রক্তাক্ত রাজপথ!

                   মাতৃভাষার জলছবি দিল  আঁকি।

    আজ সেই সুধা বিশ্বজুড়ে

    কত কবি আর কত নবী

             জ্বলজ্বল নক্ষত্র

    পাখিরা কান পেতে শোনে

    শহীদবেদীর ওপাশ থেকে

         ভোর আর ভৈরবী।


    - রতন আচার্য, ত্রিপুরা


    ১৯শে মে ২০২১


    3/related/default