১৯শে মে" ঃ মৌসুমী কর, ত্রিপুরা

আরশি কথা

১৯শে মে" 
 

বাংলা আমার মায়ের আঁচল 

বিশ্বজোড়া ঠাঁই .....

গান, কবিতা, প্রবন্ধতে 

তোমাকেই খুঁজে পাই।


বাংলা মানেই মুখের ভাষার

বিপ্লবের গান.....

সাধের বাউল, কীর্তন আর

ভাটিয়ালির টান।


বাংলা আমার প্রথম প্রেমের 

প্রেমিকের চিঠি......

বনপলাশের মেঠো পথে 

হারায় হৃদয় দুটি।


বাংলা মানেই অন্যায়ের 

প্রতিবাদ যখন তখন....

 আপোসহীন সংগ্রাম আর 

প্রয়োজনে রক্তক্ষরণ। 


বাংলা মানেই মন্দিরের ঘন্টা 

মসজিদের আযান ........

ভাষার জন্য দিতে প্রস্তুত

শত শহস্র  প্রাণ। 


বাংলা মানেই সবুজ ধানক্ষেত 

উঠোন জোড়া শ্রাবণ ....

উনিশে মে বরাক উপত্যকায় 

বাংলা ভাষা আন্দোলন।


- মৌসুমী কর, ত্রিপুরা


১৯শে মে ২০২১ 

 

3/related/default