Type Here to Get Search Results !

রক্ত ....... চন্দ্রা মজুমদার, ত্রিপুরা





রক্ত .......
 


উনিশে মে কমলা জানিয়ে দিল শহীদ হওয়ার অধিকার মেয়েদের ও আছে।

সময় দুটো পঁয়ত্রিশ,সতের রাউন্ডগুলি, নয়টা নিথর দেহ। 

রক্ত একটি আন্দোলনের নাম।

বুলেটপ্রোফে বুলেটের মুখ না ফিরিয়ে

উন্মুক্ত বুকে বুলেট গেঁথে ওরা যুদ্ধ জয় করে,

সদ‍্য ভূমিষ্ট হওয়া  রক্তে ভেজা অক্ষরের গায়ে লেগা থাকা

রথীন,নলিনী বিধুভূষন কমলাদের মুখগুলো আর তাদের জমাটবাধা রক্তের বিকট আর্তনাদই 

আমার বাংলাভাষা।


এভাবেই  কখনো কখনো রক্তের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আর কিছু মানুষের আত্মবলিদানে আমরা ভিজে যাই আনন্দে।

বরাক উপত‍্যকা ও এমনি করেই সেদিন তোমাদের রক্তের ছোঁয়ায় বলে উঠেছিল

"আমরি বাংলা ভাষা আমরা তোমায় ভালোবাসি।" 


- চন্দ্রা মজুমদার, ত্রিপুরা


১৯শে মে ২০২১ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.