আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হামার দেশ" -- শ্যামল কান্তি দে, ত্রিপুরা

    আরশি কথা

    হামার দেশ"


    শুইনেছিলম বড় মাইনষের কাইছে

    "সুনীল জলধী হইতে উঠিল ভারতবর্ষ "৷

    বইয়েও পইড়েছি কত্যবার ,

    "নানা ভাষা নানা মত নানা পরিধান

    বিবিধের মাঝে দেখ মিলন মহান"

    ছুট্য বেইলা থেইকে সি

    শ্রেষ্ঠ ভারতের গল্পগাঁথা

    মুখস্ত কইরে কইরে আইজ

    শিক্ষিত হইয়েছি ৷

    লেকিন ই কি সি ভারতবর্ষ ?

    যিখানে গঙ্গায় ভাইসে মরা মানুষ

    লতুন ভাষার চাপে ছিন্ন হইলক পরিধান ,

    বিবিধের মইঝে হিংসা,শত্রুতা মিল্যনে  ৷

    ভিন্ন মত্যর রাজনীতি কইরে

    পইণ্য ইখন হামার ভারতবর্ষ ৷

    হরাই গেইছে সি সইত্য কথ্যটা ,

     "ভারতবর্ষ সূর্যের এক নাম,"

    আইজ ভারতবর্ষ রক্তলদীর

    ইক লাম ‌হইলক ৷

    লাই অর লাই সইবেক ই যন্রনা ,

    ১৯শে মে ১৯৬১ সালের রক্ত বইন্যা

    আইজ থেইকে আব্বার শুরু হইবেক ,

    অধ্বিকার আদায়ের লড়াইয়ে ৷

    তব্বেই ভারতবর্ষ জগৎ সভায়

    শ্রেষ্ট আসনে হামারই ভারতবর্ষ  ৷


    - শ্যামল কান্তি দে, ত্রিপুরা


    ১৯শে মে ২০২১

     
     

    3/related/default