Type Here to Get Search Results !

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে স্থানান্তরিত বুদ্ধদেব ভট্টাচার্যঃ কলকাতা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে গত কয়েকদিন ধরে বাড়িতেই চিকিত্‍সা করা হচ্ছিল। অক্সিজেন স্যাচুরেশনের সমস্যা থাকায় তাঁকে বাইপ্যাপ দেওয়া হচ্ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিওপিডি সমস্যা রয়েছে। তবে, তাঁর চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছিল, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। তাঁর অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক ছিল। বাড়িতেই তাঁকে রাখা হয়েছিল পর্যবেক্ষণে । গতকালও প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা সুচেতনা জানিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু গতকাল রাত থেকে আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিত্‍সকরা আর তাঁকে বাড়িতে রেখে চিকিত্‍সার ঝুঁকি নিলেন না। এদিন অ্যাম্বুল্যান্সে করে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্‍সায় ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে।  দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র।


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.