রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় করোনা কারফিউ বলবৎ থাকবে আগামী ৫ জুন পর্যন্ত। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ এ সংবাদ জানান। তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার করোনা পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। এর পরও এই অতিমারিকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগরতলা পুর নিগম এলাকাসহ অন্যান্য আরবান এলাকাগুলিতে আগামী ২৬ মে সকাল পর্যন্ত যে করোনা কারফিউ জারি ছিল, তা আগামী ৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রীনাথ আরো বলেন, করোনা কারফিউর সময়ে সবজির দোকান, ফলের দোকান, মুদি, মাছ এই ধরনের জরুরী পরিষেবার দোকানগুলি সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। এক্ষেত্রে তল্লাশিসহ কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন। সরকারি গাড়ি ও স্বাস্থ্য পরিসেবার গাড়ি ছাড়া সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিসেবার সাথে যুক্ত সরকারি কার্যালয়গুলি খোলা থাকবে বলেও জানান তিনি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে মে ২০২১