বৈশাখী উৎসব কমিটির আরও একটি মানবিক কর্মকাণ্ডঃ দক্ষিণ ২৪পরগণা

আরশি কথা

কলকাতা প্রতিনিধি,আরশিকথাঃ


বৈশাখী উৎসব কমিটির মাধ্যমে এক মানবিক কর্মকাণ্ড ফুটে উঠল‌ অশোকনগর রোড স্টেশনে। সেখানে ছিন্নমূল মানুষদের মধ্যাহ্নভোজ করানো হল। করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধ সাধারণ মানুষের জীবন।


তবে এই মানবিক কর্মকান্ড করলেন মুম্বাই আই আই টি এর গবেষণার সাথে যুক্ত সায়ন্তন বিশ্বাস এবং তার মাতা শমিতা বিশ্বাস মহাশয়া। তারা ইতিমধ্যে বৃহওর অশোকনগর এলাকার মানুষদের স্বাস্থ্য বিষয়ে নজর দিতে দুটো অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে। বৈশাখী উৎসব কমিটি‌ একটি বহুবছরের পুরানো স্বেচ্ছাসেবী সংস্থা।এই সংস্থা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে থাকে।
তাদের মাধ্যমেই তার দিদা অঞ্জলী বিশ্বাস‌ এর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে, সমাজের কথা চিন্তা করে এই মানবিক কর্মকান্ড বেছে নিলেন এই পরিবার।


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে মে ২০২১
 

3/related/default