মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় কোভিড সুরক্ষা বিধিনিষেধগুলি যথাযথভাবে মেনে চলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোভিডকে কোনভাবেই অবহেলা করা উচিত নয়। প্রত্যেকেরই সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলার প্রগতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিম শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় একথা বলেন। তিনি বলেন, রক্তদান মহৎ দান। ত্রিপুরার গ্রামেগঞ্জে এবং শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলির উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচি প্রতিনিয়ত আয়োজিত হয়।
বর্তমান কোভিড অতিমারির সময়ে এই মহতী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানান। উল্লেখ্য এই রক্তদান শিবির গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং তা আগামী ৪ মে পর্যন্ত চলবে। শনিবার শিবিরে মোট ৪৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা মে ২০২১