একাধিক রাজ্যে পালিয়ে থাকার পর অবশেষে শনিবার পুলিশের হাতে গ্রেফতার হলেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার। তাঁর সহযোগী অজয় কুমারকেও গ্রেফতার করা হয়েছে। এ দিন এই দুজনকে পঞ্জাব পুলিশ আটক করার পর দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে। উল্লেখ্য,গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সাগর রানাকে খুনের অভিযোগে জড়িয়ে পড়েছেন সুশীল। তারপর থেকেই ভারতের এই তারকা কুস্তিগীর ফেরার ছিলেন। দিল্লি হাইকোর্টে সুশীল আগাম জামিনের আবেদনও জানান। সেই আবেদন অবশ্য খারিজ হয়ে যায়। পলাতক সুশীলকে খুঁজে বের করার জন্য দিল্লি পুলিশের পাশের রাজ্য পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় চিরুনি তল্লাসি চালাচ্ছিল। দিল্লি পুলিশ ঘোষণা করে কেউ যদি পলাতক অলিম্পিয়ানের খবর দিতে পারেন, তাহলে তাঁকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর শনিবার শেষ পর্যন্ত এই কুস্তিগীর পুলিশের কাছে ধরা দিলেন।
আরশিকথা দেশ-বিদেশ
২২শে মে ২০২১