Type Here to Get Search Results !

দেশে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিতের সংখ্যা প্রায় ৯ হাজার

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দেশজুড়ে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হচ্ছেন বহু কোভিডজয়ী। হু হু করে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে, দেশে এখনও পর্যন্ত মিউকোরমাইকোসিস বা ব্ল্যাগ ফাঙ্গাস ধরা পড়েছে ৮ হাজার ৮৪৮ জনের শরীরে। পরিসংখ্যান অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস বা কৃষ্ণ ছত্রাক সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে। সেখানে এই ভাইরাসের কবলে পড়েছেন ২ হাজার ২৮১ জন। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ২ হাজার জন। অন্ধ্রপ্রদেশে ৯১০ জন এবং মধ্যপ্রদেশে ৭২০ জন এই মারণ ছত্রাকের কবলে পড়েছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। রাজস্থান, তেলেঙ্গানার মত রাজ্য সেটা করেও দিয়েছে। মূলত ব্লাড সুগারের রোগীদের শরীরে এই রোগ দেখা দিচ্ছে। করোনা মোকাবিলায় সুগার রোগীরা বেশি পরিমাণ স্টেরয়েড ব্যবহার করায় এই সমস্যা হচ্ছে। কালো ছত্রাক নামে পরিচিত এই ছত্রাকটি বাসা বাঁধছে করোনা রোগীদের ফুসফুসে। 


আরশিকথা দেশ-বিদেশ


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 

২২শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.