আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনাবিধি লঙ্ঘন করার অভিযোগে জরিমানা ব্রাজিলের প্রেসিডেন্টের

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


     করোনা মহামারীতে মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখনও ব্রাজিলের কিছু প্রদেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এরই মাঝে করোনাবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠলো খোদ ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে। করোনাকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত করেছেন তিনি। মারানহাও প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে ওই প্রদেশে গিয়েছিলেন জাইরে বলসোনারো। সেখানে বহু মানুষের জমায়েত হয়। কিন্তু কারোর মুখে কোনো মাস্ক ছিল না। এমনকী, দূরত্ববিধিও মানা হয়নি সেখানে। প্রেসিডেন্ট বলসোনারো নিজেও মাস্ক পরেননি। মারানহাও প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনের চোখে সকলেই সমান। তাই সরকারি নিয়ম না মানায় প্রেসিডেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। করা হবে জরিমানাও। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৩শে মে ২০২১
     

    3/related/default