পরপর কয়েকদিন ধরেই কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে ৪ হাজারের নিচে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে। শনিবার যেখানে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছিল সেখানে রবিবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা কমেছে সাড়ে ৪ হাজারেরও বেশি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হওয়া নিঃসন্দেহে আশার জাগিয়েছে দেশবাসীর মনে। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। শনিবার দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ কেস হয়েছে ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জনের।
আরশিকথা দেশ-বিদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৩শে মে ২০২১