আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হাসপাতালে স্থানান্তরিত করা হল করোনা আক্রান্ত কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং-কে

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    সোমবার কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। সে কারণেই তড়িঘড়ি বাড়ি থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হল বর্ষীয়ান অ্যাথলিটকে। সম্প্রতি মিলখার বাড়ির দুই কাজের লোক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরই বাড়ির প্রত্যেকের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাতে বিন্দুমাত্র চিন্তিত হননি মিলখা। জানিয়েছিলেন, চিকিৎসকদের মতে তিনি তিন-চারদিনেই সেরে উঠবেন।  সোমবার হঠাৎই তাঁর রক্তে অক্সিজেন মাত্রা কমতে শুরু করে।তাঁর স্ত্রী নির্মল কৌর ও ছেলে জিভ জানান, বাড়িতে অসুস্থ বোধ করছিলেন বছর একানব্বইয়ের মিলখা। সম্ভবত ডায়রিয়া ও বমির কারণেই ডিহাইড্রেশনেও ভুগছিলেন। ফলে কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। 


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৪শে মে ২০২১
     

    3/related/default