আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর নিগম এলাকার ৬৪টি ক্লাবে কোভিড টিকাকরণ শিবির আগামী ২৮ থেকে ৩১মেঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগামী ২৮ মে থেকে ৩১মে পর্যন্ত আগরতলা পুর নিগম এলাকায় মোট ৬৪টি ক্লাবে অনুষ্ঠিত হবে কোভিড-১৯ টিকাকরণ শিবির। আগরতলা পুর নিগম এবং এনএইচএম কর্মকর্তাদের সাথে ক্লাব ফোরামের একাধিক যৌথ সভায় আলোচনা অনুযায়ী রাজ্য মূলত: ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানানো হয় আগরতলা ক্লাব ফোরামের পক্ষ থেকে।ফোরামের কর্মকর্তাদের বক্তব্য, তাদের সুপারিশ ক্রমেই এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়েছে।

    ক্লাব ভিত্তিক এই টিকাকরণ শিবিরে অবশিষ্ট ৩০ শতাংশ ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের যথাসম্ভব টিকাদান সম্পন্ন করতে প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ উদ্যোগ নিতে আবেদন করেছেন ক্লাব ফোরামের নেতৃবৃন্দ। খুব শীঘ্রই ১৮ঊর্ধ্ব নাগরিকদের ফের টিকাদান শুরু করবে রাজ্য সরকার। সে সময়েও ক্লাবগুলোর মাধ্যমে শিবির করে টিকা দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে ক্লাব ফোরামের পক্ষ থেকে। এমনটাই জানান ক্লাব ফোরামের নেতৃবৃন্দ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা ক্লাব ফোরামের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান সঞ্জয় পাল, ফোরামের সভাপতি দীপক মজুমদার, যুগ্ম আহ্বায়ক প্রণব সরকার এবং সেবক ভট্টাচার্যসহ অন্যান্যরা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৬শে মে ২০২১
     

    3/related/default