করোনা মহামারীজনিত কারণে আগরতলা শহরে চলছে করোনা কারফিউ। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তবৃন্দের সমাগম ও ধর্মীয় উৎসব, অনুষ্ঠানে বিধিনিষেধ রয়েছে। তাই সরকারি নির্দেশিকা মেনে বুধবার আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কোনরকম উৎসব হয়নি। তবে মন্দিরে বিশেষ পূজার্চনাসহ সমস্ত রীতিনীতি পালন করা হয়। কুঞ্জবনে বেনুবন বিহারে প্রতিবছর ভগবান বুদ্ধের জন্ম জয়ন্তী উপলক্ষে বিরাট উৎসব হয়। পুণ্যার্থীদের ব্যাপক জনসমাগম ঘটে, বসে মেলাও। কিন্তু এবছর কিছুই হয়নি। শুধু নিয়ম-রক্ষার পূজা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা, পৃথিবী যেন শীঘ্রই করোনামুক্ত হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৬শে মে ২০২১