আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুরু হলো করোনা কারফিউ'র দ্বিতীয় পর্বঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বুধবার থেকে শুরু হল করোনা কাইফিউ'র দ্বিতীয় পর্ব। চলবে আগামী ৫ জুন পর্যন্ত। মূলত পশ্চিম জেলায় সংক্রমণের হার বেশি থাকাতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়। এত দিন অর্থাৎ করোনা কারফিউ'র প্রথম পর্বে খাদ্যসামগ্রীর দোকানগুলি সন্ধ্যা ৬। টা পর্যন্ত খোলা রাখা যেত কিন্তু বুধবার থেকে সেই সময়সীমা কমিয়ে আনা হয়েছে বেলা বারোটা পর্যন্ত। যথারীতি দুপুর থেকে সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। শুধু ওষুধের দোকান ছাড়া সমস্ত দোকান-ই বন্ধ।


    গত দু'দিন যে পরিমাণ যানবাহন রাস্তায় নেমেছিল তার চেয়ে বুধবার রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অনেকটাই কম। জরুরী প্রয়োজনে যানবাহন ছাড়া দুপুর থেকে রিকশা, অটো, ই-রিকশাও তেমন দেখা যায়নি। মঙ্গলবার মন্ত্রী রতন লাল নাথ ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে প্রশাসন কঠোর হবে। বুধবার যথারীতি বিভিন্ন জায়গায় নেমে পড়েন পুলিশের আধিকারিকরা। রাজধানীর রাজপথে এবং বাজারগুলিতে অভিযান চালান তারা। যে সমস্ত ব্যবসায়ীরা বেলা বারোটার পর দোকান খোলা রেখেছিলেন তাদের দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। প্রথমদিন মূলত পুলিশ মানুষকে প্রশাসনের নতুন নির্দেশাবলী সম্পর্কে সচেতন করেন। তবে মানুষ এখন আগের তুলনায় অনেকটা সচেতন বলে দাবি পূর্ব-পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিকদের।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৬শে মে ২০২১

     

    3/related/default