তুমি বললে গল্প বলো,
গোড়ার থেকে; বসে -
গল্প কবে শুরু হলো
বুঝি না অঙ্ক কষে।
'যখন আমি ছোট ছিলেম',
তুমি বললে 'না', 'না' -
তারও আগে ছিল গল্প
নেই কি তোমার জানা?
আমি বলি মোগল নিল
ভারতবর্ষ কেড়ে,
তারও আগে গল্প ছিল
বললে মাথা নেড়ে!
আমি বললাম, আচ্ছা শোনো
বুদ্ধ এলেন যবে,
তুমি বললে এটা পুরোনো,
শুরু তো নয় তবে!
কোথায় আমি করব শুরু,
কোথা করব শেষ?
অন্তহীনের অন্ত খোঁজা
শুধুই হাপিত্যেশ!
- রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা
১৬ই মে ২০২১