Type Here to Get Search Results !

আশা.... কানাডা থেকে স্বাগতা বিশ্বাস এর অনুভব




আশা....

হে মোর বিধাতা, সৃষ্টি করেছ তুমি মানব জাতি কত যত্ন, 

কত আশা করে,

কার্পণ্য করনি তুমি দরাজ হাতে করেছ দান 

বিবেক বল  বুদ্ধি এ মানবের তরে।

আশার আলোকে ভেবেছিলে তুমি

তোমার পৃথিবী  হবে সুন্দর হবে মধুময়   

প্রকৃতি আর মানুষের মহা মিলনে,

কিন্তু হায়,যুগে যুগে তোমার স্বপ্ন গুড়িয়ে গেছে

আমাদের অভব্য আচরণে।

কতনা শুনিয়েছ ধর্মের বানী  করেছ হুশিয়ার বারে বারে  

আমাদের মানবিক পদস্খলনে ,

অবোধ নির্বোধ আমরা এখনও বিমুখ তোমারই নির্দেশ পালনে।

লোভ,হিংসা, খুন,রাহাজানি, ধর্ষণ, প্রতারনা,মিথ্যা প্রলোভন,

মিথ্যা কথা ,চুরি করা সব্ই  আছে মানুষের নিত্য নৈতিকতায়,

ক্ষয়  রোগে আক্রান্ত আমরা 

অতীত থেকে বর্তমান 

ঐ সমুদয় দানবীয় শক্তির উপাসক আমরা  ইতিহাস আর বতর্মান ইতিকথায়।

জীবকুল শ্রেষ্ঠ মানবজাতি আজ  বিধাতার রুদ্ররোষে,

শাস্তিরূপে একে একে হচ্ছে  

দুর্যোগ, মহামারী, ভূমিকম্প, অতিমারী এই মনুষ্যকুল ধংসের উদ্দেশ্যে।

তবুও আশায় বাধা কাঙাল মন করে প্রার্থনা,

আগের ই মত আমাদের করো ক্ষমা  ,

বর্ষিত করো তোমার অপার করুনা।


- স্বাগতা বিশ্বাস, কানাডা 


১৬ই মে ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.