আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উনিশ একুশ" ...... ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলিঃ ড. আশিস কুমার বৈদ্য ত্রিপুরা

    আরশি কথা

    উনিশ একুশ"


    উনিশ আমার ভোরের কুসুম একুশ মায়ের গান,

    বোন কমলার স্মৃতি উনিশ একুশ উতল প্রাণ।

    উনিশ একুশ ঢাকা শিলচর মায়ের ভাষায় বুলি,

    উনিশ এলে বুকের মাঝে ঝড় উঠে আকুলি।


    বুড়িগঙ্গা, বরাক বুকে উনিশ একুশ ভাসে,

    কৃষ্ণচূড়া, পলাশ, হিজল অরণ্যে উদ্ভাসে।

    উনিশ আমার রক্ত-রাঙা সাগর, নদি, জল,

    একুশ আমার মায়ের দু'চোখ ব্যথায় টলোমল।


    এ পারেতে উনিশ টানে ওপারে একুশ,

    হিতেশ, কানাই, রফিক, সালাম জাগায় স্মৃতিকোষ।

    গোমতীর জল টলোমলো এক সুরে গায় গান,

    নাও ভাসিয়ে সুজন মাঝি মেলায় প্রাণে প্রাণ।


    উনিশ আমার বর্ণমালা সাজায় পরান ভরে,

    একুশ আমার বাড়ায় দু'হাত হৃদয় উজার করে।

    ভালোবাসায় এপার ওপার এক আঁচলে মুখ,

    মায়ের ভাষার মধুর টানে উতল সারা বুক।


    -ড. আশিস কুমার বৈদ্য

    ত্রিপুরা 


    ১৯শে মে ২০২১

     

    3/related/default