দেশজুড়ে করোনার কারণে উদ্ভূত এই মহাসঙ্কটের দিনে বিশিষ্টদের সাহায্যের তালিকায় উল্লেখযোগ্য এক নাম টলি অভিনেতা দেব। হাসপাতালের বেড পাইয়ে দেওয়া হোক বা লকডাউনে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, সবেতেই এগিয়ে এসেছেন তিনি। করোনা আক্রান্তদের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন নিজের রেস্তোরাঁ থেকেই। তাঁর কেন্দ্র ঘাটালে কমিউনিটি কিচেনও চালু করেছেন দেব। লকডাউনে যাদের কাজ নেই তাদের কথা ভেবে দেবের এই প্রয়াস। এবার তাঁর অফিসকে রূপান্তরিত করলেন আইসোলেশন সেন্টারে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন যেকোন করোনা আক্রান্ত রোগী। এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন দেব। থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ারও দায়িত্ব নিয়েছেন অভিনেতা।
আরশিকথা দেশ-বিদেশ
১৮ই মে ২০২১