Type Here to Get Search Results !

গান্ধী স্কুল ইংরেজি মাধ্যমে উন্নীত করায় সরকারকে ধন্যবাদ এমএমসি'রঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। আগরতলা শহরের পাশাপাশি মহকুমাগুলিতেও বিভিন্ন স্কুলগুলিকে একে একে ইংরেজি মাধ্যমে উন্নত করা হচ্ছে। রাজস্থানে আগরতলার মধ্যে সর্বশেষ মহাত্মা গান্ধী স্কুলকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার ঘোষণা করা হয়েছে। শনিবার স্কুল পরিচালন কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে এ ব্যাপারে ধন্যবাদ জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে ছিলেন এমএমসি কমিটির সভাপতি তাপস চক্রবর্তী, স্কুলের প্রাক্তন ছাত্র তথা ত্রিপুরা খাদি গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য ও স্কুলের প্রধান শিক্ষক। শ্রী চক্রবর্তী বলেন ১৯৪৯ সালে একটি ছনের ঘরের মধ্যে স্কুলটি শুরু হয়। শুরুতে স্কুলটি দত্তবাড়ি পাঠশালা নামে পরিচিত ছিল। বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী যোগেন্দ্র দত্ত স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। ১৯৫১ সালের ২৬ জনুয়ারি স্কুলের নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হয়। ১৯৬২ সালে একাদশ শ্রেণীতে উন্নীত হয়। তিনি দাবি করেন শুরু থেকেই স্কুলটি একটি ঐতিহ্য বজায় রেখে এসেছে। আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে উন্নীত করার সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান স্কুল পরিচালন কমিটি। তাতে উপকৃত হবে এলাকার ছেলে মেয়েরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৯শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.