নারদা মামলায় অভিযুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চটোপাধ্যায়কে সোমবার গ্রেপ্তার করে সিবিআই। সন্ধেয় সিবিআইয়ের বিশেষ আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। কিন্তু রাত বাড়তেই চার নেতার স্বস্তি উধাও হয়। কলকাতা হাই কোর্ট বুধবার পর্যন্ত চারজনকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। অসুস্থ হয়ে পড়েছেন চার নেতাই। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমও বারবার অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর। মঙ্গলবারই তাঁদের জেল থেকে বের করে আনতে তৎপরতা শুরু হয়। জামিনের পুনর্বিবেচনার আরজি নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা। কিন্তু কোনও লাভ হয়নি তাতে। মঙ্গলবার চার নেতার জামিনের পুনর্বিবেচনার আরজি গ্রহণ করলেও সেই আবেদনের শুনানি হল না। বদলে কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল বুধবার সিবিআইয়ের আবেদনের সঙ্গে এই আবেদনের শুনানি হবে। ফলে বুধবার পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চটোপাধ্যায়কে।
আরশিকথা দেশ-বিদেশ
১৮ই মে ২০২১