একদিকে করোনার দ্বিতীয় ঢেউ। অন্যদিকে কারফিউ, কর্মহীনতা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। এই অবস্থায় জ্বালানি তেল পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মঙ্গলবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ে ২৪ পয়সা, ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ২৫ পয়সা। এনিয়ে চলতি মে মাসে জ্বালানি তেলের দাম ১৩ বার বাড়লো বলে জানা গেছে। এদিন রাজ্যের বাজারে প্রতি লিটার পেট্রোলের দাম গিয়ে দাঁড়ায় ৯৩.৭১ টাকা, ডিজেল ৮৭.৯৬ টাকা। অর্থাৎ সেঞ্চুরি করার পথে এগোচ্ছে পেট্রোল ও ডিজেল। বর্তমান পরিস্থিতিতে লাফিয়ে লাফিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির দিশেহারা গ্রাহকরা যারা নিয়মিত বাইক স্কুটি ব্যবহার করেন দুশ্চিন্তায় পড়েছেন তারা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধে সরকারের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি কেন্দ্র বা রাজ্য সরকার যেন তেলের দামে ভর্তুকি দেয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে মে ২০২১