সার ও কীটনাশকের উপরে ভর্তুকি বাড়ানো হল ১৪০ শতাংশ। একসঙ্গে এতটা ভর্তুকি এর আগে কখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে সার ও কীটনাশকের মূল্য। এই নিয়ে বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই এই সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতির দাম আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্রসঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রীর সামনে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়। এরপরই তিনি সাফ জানিয়ে দেন, কোনও ভাবেই কৃষকদের উপরে এর প্রভাব পড়তে দেওয়া যাবে না। তাঁরা পুরনো দামেই যাতে সার, কীটনাশক পান তা নিশ্চিত করতে হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, ডাই-অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট তথা ডিএপির ক্ষেত্রে ব্যাগপিছু ভর্তুকি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হবে। অর্থাৎ ভর্তুকি বাড়ানো হবে ১৪০ শতাংশ।
আরশিকথা দেশ-বিদেশ
১৯শে মে ২০২১