বহু করোনা রোগীর ক্ষেত্রেই সেরে ওঠার পরে দেহে এই মিউকরমাইসিসিসের সংক্রমণ ছড়াতে দেখা গেছে। ফলে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। বুধবার তাই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত প্রশাসন একে মহামারী বলে ঘোষণা করল। রাজস্থানে ইতিমধ্যেই একশোটি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নজরে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াই মান সিং হাসপাতালে আলাদা ওয়ার্ডই চালু করা হয়েছে এর চিকিৎসার জন্য। রাজস্থান সরকার যে এই সংক্রমণ রুখতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে তা আগেই জানিয়ে দিয়েছিল প্রশাসন।তবে কেবলই রাজস্থান নয়, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লিতেও দেখা মিলেছে এই মারণ ছত্রাকের। এমনকী, বাংলাতেও ঢুকে পড়েছে এটি। সম্প্রতি ঝাড়খণ্ড ও বিহার থেকে চিকিৎসা করাতে এসেছিলেন তিনজন। তাঁদের শরীরেই হদিশ মিলেছে এই মারণ কালো ছত্রাকের।
আরশিকথা দেশ-বিদেশ
১৯শে মে ২০২১