আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খুনের মামলা : অলিম্পিক পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারের তথ্য পেতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    কুস্তিগির সাগর রানাকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত সুশীল কুমারের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করল দিল্লি পুলিশ। তার সম্পর্কে তথ্য দিলে ১ লক্ষ টাকা দেওয়া হবে। অপর ফেরার অভিযুক্ত অজয়ের তথ্য পেতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা হয়েছে। এর আগে রবিবারই অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল্লির একটি আদালত। প্রসঙ্গত, গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম চত্বরে ঝামেলায় মারপিটের জেরে মৃত্যু হয় বছর তেইশের কুস্তিগির সাগরের। সেই ঘটনায় নাম জড়ায় দু’বারের অলিম্পিক পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারের। প্রথমে সুশীল এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। কিন্তু ঘটনার পর থেকেই সুশীলের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ফোনও বন্ধ।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৭ই মে ২০২১
     

    3/related/default