করোনা মহামারীর এই সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল থেকে দেশের তারকারাও। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন মেগাস্টার রজনীকান্ত।সোমবার, এই তারকা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সাথে দেখা করেন এবং তাঁর কোভিড -১৯ ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে রজনীকান্তও ভক্তদের কাছে কোভিড প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করার আবেদন জানিয়েছেন।উল্লেখ্য, এর কিছু দিন আগেই রজনী কন্যা সৌন্দর্য রজনীকান্ত টুইট করে জানিয়েছিলেন, তিনি ও তাঁর শ্বশুর বাড়ির লোকজন মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সাথে দেখা করে তাঁর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
আরশিকথা দেশ-বিদেশ
১৭ই মে ২০২১