আগরতলা সহ গোটা রাজ্যের বিভিন্ন স্থানে গত তিন দিন ধরে ক্যাবল টিভি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ দেখা দিয়েছে। রবিবারই অ্যাসেম্বলি অব জার্নালিস্টস এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল। সোমবার এই বিষয়ে একটি বৈঠক করে ঘটনাটি পর্যালোচনা করে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস। সভায় বিভিন্ন টিভি চ্যানেল, ওয়েব পোর্টাল ও সোশাল মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। সোমবার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তীব্র ক্ষোভ জানান সম্পাদকরা। সরকারের এই ভূমিকা নিয়ে সভায় সমালোচনা করা হয়। করোনা অতিমারি আবহে গত তিন ধরে সমস্ত সংবাদ চ্যানেল সহ ক্যাবল টিভি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে এক অস্থিরতার দেখা দিয়েছে। প্রশাসনিক উদ্যোগে জনসাধারণকে এভাবে সংবাদ পরিষেবা ও বিনোদন থেকে বঞ্চিত রাখা নিয়ে সভায় তীব্র সমালোচনা করা হয়। সভায় আলোচনাক্রমে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস এই বিষয়ে সংগঠনের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয় যে শীঘ্রই রাজ্যের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্য মঞ্চ অ্যাসেম্বলি অব জার্নালিস্টস এর প্রতিবাদে মাঠে নামছে।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের প্রেস সচিব সম্রাট চৌধুরী এখবর জানিয়েছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৭ই মে ২০২১