Type Here to Get Search Results !

তিপ্রা মথা'র যুব সংগঠন গঠিতঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সংগঠনকে আরো মজবুত করতে উদ্যোগী হলেন তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবার তিনি তাঁর নিজের দলের যুবসংগঠন গঠন করলেন। ইয়ুথ তিপ্রা ফেডারেশন নামের এই সংগঠনটি রাজ্যের সব ক'টি জেলাতেই কাজ করবে বলে জানান তিনি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘোষণা করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ উপজাতিদের পাশাপাশি বাঙালি ও মণিপুরীদের প্রতি নমনীয় মনোভাব দেখান। যা আগে কখনোই তার মুখে শোনা যায়নি। তিনি বলেন, তিপ্রা মথার যুব সংগঠন করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে। করোনায় যে কেউ আক্রান্ত হতে পারেন, তাতে উপজাতি, বাঙালি, মনিপুরী ভেদাভেদ নেই। এদিকে তিনি এদিন মনে করিয়ে দেন গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি থেকে তারা সরছেন না।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৫শে মে ২০২১


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.