দেশের সাথে তামিলনাড়ুতেও করোনা গ্রাফ ক্রমশ: ঊর্ধ্বমুখী। এহেন সংকটজনক পরিস্থিতিতে উদ্বিগ্ন সদ্য মুখ্যমন্ত্রী হওয়া এম কে স্ট্যালিন বুধবার করোনার মধ্যে রোগীদের চিকিৎসার দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ৪৩ জন চিকিৎসকের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। এর সাথে তিনি এপ্রিল, মে এবং জুন মাসের ফ্রন্টলাইন কর্মীদের জন্য ইনসেন্টিভ ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এপ্রিল, মে ও জুনের জন্য চিকিৎসককে ৩০ হাজার, নার্সকে ২০ হাজার এবং অন্যান্য কর্মীদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। এর পাশাপাশি পিজি শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থী ডাক্তারদের 20 হাজার টাকা ইনসেন্টিভ হিসাবে দেওয়া হবে বলেও জানান তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
১২ই মে ২০২১