হত্যার অভিযোগে রেলের চাকরি থেকে সাসপেন্ড কুস্তিগীর সুশীল কুমার

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সাগর রানা হত্যাকাণ্ডে নাম জড়ানোয় এবার রেলের চাকরি থেকে নির্বাসিত দু’বারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। উত্তরাঞ্চল রেলের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পদে ছিলেন তিনি।

মঙ্গলবার রেলের তরফে মুখপাত্র দীপক কুমার বলেন, “সুশীল কুমারের বিরুদ্ধে খুনের তদন্ত চলছে। সেই কারণেই আপাতত তাঁকে উত্তরাঞ্চল রেলের পক্ষ থেকে সাসপেন্ড করা হল।” ২০১৫ সাল থেকে ছত্রশাল স্টেডিয়ামের স্কুলস্তরের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের দায়িত্বে রয়েছেন সুশীল কুমার। গত বছর অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে তাঁর ডেপুটেশনের মেয়াদ বাড়ানো হয়েছিল। চলতি বছর নিজের মেয়াদ আরও বাড়ানোর আরজি জানিয়েছিলেন ভারতীয় কুস্তিগির। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি দিল্লি সরকার। তাঁকে উত্তরাঞ্চল রেলেই পাঠিয়ে দেওয়া হয়। তবে আপাতত তাঁকে পদ থেকে সাসপেন্ড করল রেল।


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে মে ২০২১

3/related/default