বিজেপি বিরোধী ফেসবুক পোস্টের জন্য সাংবাদিক ও রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হল মণিপুরে। সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিজেপির সহ-সভাপতি উশম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দন মিটেই। কোভিডে আক্রান্ত হওয়ার পর ইম্ফলে মৃত্যু হয় বিজেপি সভাপতি সাইখোম টিকেন্দ্রর। তার পর ফেসবুকে কিশোরচন্দ্র ওয়াংখেম লিখেছিলেন,'গোবর ও গোমূত্র কাজ করে না। ভিত্তিহীন যুক্তি। আগামিকাল মাছ খাব।'একইভাবে ইরেন্দ্রো লিখেছিলেন,'করোনার পথ্য গোবর ও গোমূত্র নয়। সাধারণজ্ঞান ও বিজ্ঞানেই সুস্থ হতে পারেন।'বিজেপির অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে কিশোরচন্দ্র ও ইরেন্দ্রোকে। ভারতীয় দণ্ডবিধির ১৫১ এ (গোষ্ঠীর মধ্যে হিংসায় প্ররোচনা) ও ৫০৫ (বি)(২) ধারায় (উস্কানি) এফআইআর দায়ের করা হয়েছে কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে। তাঁদের ১৭ মে পর্যন্ত হেফাজতে নিয়েছে পুলিস।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই মে ২০২১