আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের রেকর্ড : দেশে একদিনে করোনা আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    বৃহস্পতিবার সমস্ত অতীত রেকর্ড ছাপিয়ে গেল করোনা। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লক্ষের গণ্ডি। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফের দৈনিক সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। গতকালের রিপোর্টেই দেখা গিয়েছে, একদিনে সেখানে আক্রান্ত ৫৭ হাজারেরও বেশি মানুষ। তারই মধ্যে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ফলে উদ্বেগ বেড়েই চলেছে। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩,৯৮০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন। এদিকে অ্যাকটিভ কেস বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড কিংবা পর্যাপ্ত অক্সিজেনের সমস্যাও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮ জন।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৬ই মে ২০২১
     

    3/related/default