Type Here to Get Search Results !

করোনা শনাক্ত হবে ৬০ সেকেন্ডেই, নতুন উদ্ভাবন সিঙ্গাপুরের গবেষকদের

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


দ্রুত চিকিৎসার জন্যে জরুরি দ্রুত শনাক্ত করা । কিন্তু আরটি-পিসিআর রিপোর্ট হাতে আসতে বেশ কিছুটা সময় লাগে। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে সিঙ্গাপুরের গবেষকরা। মাত্র ৬০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করে তাক লাগিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের গবেষকরা। এরইমধ্যে এ ডিভাইসের মাধ্যমে কোভিড টেস্টের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। শ্বাসযন্ত্রের মাধ্যমে দ্রুত পরীক্ষার অভিনব এ প্রযুক্তিটি নিয়ে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধীনে ব্রিদোনিক্স নামে একটি স্টার্টআপ কোম্পানি। পরীক্ষামূলকভাবে এটি প্রথমে দেশটির মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন একটি শহরে ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে তারা। কোভিড-১৯ শনাক্ত করতে বর্তমানে যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তার পাশাপাশি এই শ্বাস-প্রশ্বাস বিশ্লেষণের পরীক্ষাটিও চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গত বছর এর যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল সেখানে ৯০ শতাংশ সঠিক ফল এসেছিল বলে জনিয়েছে সংস্থাটি।


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.