বর্তমানে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে যে কারফিউ চলছে তাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিকরা। যানবাহন নিয়ে রাস্তায় বের হতে পারছেন না তারা। তাই শ্রমিকদের স্বার্থে তিন দফা দাবিতে শনিবার শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দিলো সিট্যু অনুমোদিত তিনটি শ্রমিক সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন ও ই-রিক্সা শ্রমিক ইউনিয়ন। ডেপুটেশন কালে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী। তাদের দাবির মধ্যে রয়েছে সমস্ত শ্রমিকদের মাসে সাড়ে সাত হাজার টাকা করে প্রদান ও ১০ কেজি করে চাল প্রদান। শ্রমিকরা যে ঋণ নিয়েছেন সেই ঋণ ফেরতের কিস্তি আপাতত বন্ধ রাখা ও সুদ মুকুব করা এবং সকল শ্রমিকদের শিবির করে টিকা প্রদান করা। শ্রী চক্রবর্তী অভিযোগ করে বলেন, গতবছরও করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার এক হাজার টাকা করে দেবে বলেছিল, কিন্তু আজ পর্যন্ত তা দেয়নি। ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না সরকার। তিনি রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি বিভিন্ন সময়ে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের জন্য দাবি জানান।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৯শে মে ২০২১