Type Here to Get Search Results !

"প্রশ্বাসে ভ্যানগার্ড" - নিখরচায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে বাড়িতে ঃ ত্রিপুরা

বিশেষ প্রতিনিধি, আরশিকথাঃ


করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা এবার দ্বিতীয় ঢেউ তুলেছে |  শত প্রতিরোধ সত্বেও এই ঢেউয়ের তান্ডবে গোটা দেশ দিন দিন দূর্বল থেকে দূর্বলতর হয়ে পড়ছে |  আমাদের ত্রিপুরা রাজ্যেও সংক্রমণের হার গতবছর থেকে বেড়ে যাচ্ছে | হাসপাতালগুলির বেড করোনা পসিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে ভর্তি হয়ে যাবার পথে একটা অংশের সহ নাগরিকের অতি সতর্কতা থেকে অক্সিজেন সিলিন্ডার আঁকড়ে ধরে নিজের ঘরে বসে থাকছে এখনই |  ফলে অক্সিজেন সিলিন্ডারেরও প্রায় আকাল দেখা দেবার পথে | এই সময়ে টীম নিউজ ভ্যানগার্ড হাল ছেড়ে দিতে নারাজ | তাই, শুরু করা হচ্ছে "প্রশ্বাসে ভ্যানগার্ড" | আজ আর. এম. এস. চৌমুহনীস্থিত নিউজ ভ্যানগার্ড অফিসে এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচীর ঘোষণা দেওয়া হয় | প্রাথমিকভাবে আগরতলা পুরনিগম এলাকার আওতাভুক্ত সহনাগরিকদের মধ্যে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হোম কোয়ারান্টাইনে আছেন, তাদের মধ্যে মুমূর্ষু রোগীদের অক্সিজেনের প্রয়োজন মেটানোর যথাসম্ভব দায়িত্ব  টীম নিউজ ভ্যানগার্ড কাঁধে তুলে নিচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয় | নিখরচায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে বাড়িতে |


# কিভাবে যোগাযোগ করবেনঃ


অক্সিজেন সিলিন্ডারের জন্য করোনা পসিটিভ হওয়ার সার্টিফিকেট, বাড়ির ঠিকানার প্রমানপত্র ও নিমগামী অক্সিজেন সিচুরেশনের রিডিং সহ ভ্যানগার্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ করুন |


# হোয়াটস্যাপ নং


9612817705  8794978353


এরপরে নিকটবর্তী ক্লাবে যোগাযোগ করুন, ক্লাব কর্তৃপক্ষ টীম নিউজ ভ্যানগার্ডকে সবুজ সঙ্কেত দেবার সঙ্গে সঙ্গেই রোগীর পরিজনেরা ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সিলিন্ডার নিখরচায় পেতে পারেন  বলে সাংবাদিক সম্মেলনে জানান নিউজ ভ্যানগার্ড এডিটর সেবক ভট্টাচাৰ্য |  


 "প্রশ্বাসে ভ্যানগার্ড" নামক পরিষেবাতে টীম নিউজ ভ্যানগার্ডকে সর্বতোভাবে সহায়তা করছে বিজয়কুমার চৌমুহনীস্থিত ইস্টার্ণ সায়েন্টিফিক কর্পোরেশন, বড়দোয়ালীস্থিত মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট এবং বোধজংনগরস্থিত ত্রিপুরা এয়ার প্রোডাক্টস |

আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আগরতলা ক্লাব ফোরামের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান তথা দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল নিউজ ভ্যানগার্ডের "প্রশ্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবসহ সামাজিক সংস্থাগুলোর এধরণের কাজে আরো এগিয়ে আসার আহ্বান জানান  | আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার "প্রশ্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীকে সময় উপযোগী ও ব্যতিক্রমী কর্মসূচী বলে আখ্যায়িত করেন | মা উষা চ্যারিটেবল ট্রাস্টের রূপকার তথা বিশিষ্ট চিকিৎসক সুশান্ত রায় "প্রস্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীকে রাজ্যের সার্বিক চিকিৎসা পরিষেবার সহায়ক কর্মসূচী হিসেবে বেখ্যা দেন | সাংবাদিক সম্মেলনে বিজয়কুমার চৌমুহনীস্থিত ইস্টার্ন সাইন্টিফিক কর্পোরেশনের কর্ণধার বিশ্বনাথ আইন দাস নিজের সংস্থাকে এই "প্রশ্বাসে ভ্যানগার্ড" কর্মসূচীর সাথে যুক্ত করতে পারায় সন্তোষ প্রকাশ করেন | আগরতলা পুর এলাকার ক্লাবসমূহকে নিজ এলাকায় হোম কয়ারেন্টাইনি থাকা করোনা পসিটিভ রোগীদের বাড়িতে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে সহায়ক ভূমিকা গ্রহণ করার জন্যও সাংবাদিক সম্মেলনে আহ্বান রেখেছে নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষ  | 


তথ্যঃ সৌজন্যে সেবক ভট্টাচার্য্য

এডিটর, নিউজ ভ্যানগার্ড


আরশিকথা হাইলাইটস 

১৭ই মে ২০২১


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.