আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তিপ্রা মথা দলের প্রথম সভাপতি বিজয় কুমার রাঙ্খলঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    তিপ্রা মথা দলের প্রথম রাজ্য সভাপতি হলেন বিজয় কুমার রাঙ্খল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, দলের প্রথম সভাপতির নাম ঘোষণা করতে পেরে গর্ব বোধ করছেন তিনি। বিজয়বাবু অনেক পোড় খাওয়া এবং প্রবীণ রাজনীতিক। দল তার দেখানো পথে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে।

    সাংবাদিক সম্মেলনে প্রদ্যোতের পাশেই ছিলেন বিজয়বাবু। তিনি বলেন, ৫৫ বছর ধরে রাজনীতিতে আছি। বুড়ো হয়ে গেছি, তবুও মনের জোর আছে দলের জন্য কিছু করার। এই সম্মান দেওয়ার জন্য প্রদ্যোত কিশোরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃসুমিত কুমার সিংহ

    ১১ই জুন ২০২১



     

    3/related/default