আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীকে তোপ সিট্যুরঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনা ইস্যুতে ফের তোপ দাগলো সিট্যু। সংগঠনের রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন, চীনে যেখানে ৩৫ শতাংশ ভ্যাকসিনেশনের কাজ শেষ, আমেরিকায় ৪৩ শতাংশ, ব্রিটেনে ৪২.৮ শতাংশ, সেখানে ভারতের দুটি ডোজ নিয়েছেন মাত্র ৩.৩ শতাংশ লোক। বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে করোনার জন্য। মাত্র ৩০ হাজার কোটি টাকা ব্যয় করলেই ২০০ কোটি মানুষের ভ্যাক্সিনেশন করা যায়। মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সরকার গুরুত্ব দেয়নি। কর্পোরেটদের হাতে এই দায়িত্ব তুলে দিতে চাইছে। মানুষকে তখন বেশি দাম দিয়ে টিকা নেওয়ার জন্য বাধ্য করা হবে। কিন্তু তা চলবে না। সিট্যুর দাবি ভ্যাকসিন উৎপাদন বাড়াতে হবে এবং তা সার্বজনীন করতে হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে টিকা। তাছাড়া হাসপাতালগুলিতে অক্সিজেন,শয্যা ও উপযুক্ত সংখ্যক চিকিৎসকের ব্যবস্থা করতে হবে।উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে হবে মোট ১২দফা দাবিতে সিট্যু প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করে। শ্রী দত্ত বলেন, জুন মাসের ১ তারিখ থেকেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন স্তরে ডেপুটেশন দিচ্ছেন তারা। বেশ কিছু জায়গায় ডেপুটেশন দিতে গিয়ে সংগঠনের সদস্যরা আক্রান্তও হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    শুক্রবার সিট্যুর পক্ষ থেকে ডাকা সাংবাদিক সম্মেলনে শ্রী দত্ত বলেন, দাবি আদায়ের বিভিন্ন স্তরে তাদের ডেপুটেশন কর্মসূচি জারি থাকবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১১ই জুন ২০২১
     

    3/related/default