মেলাঘরের সাধিকা পাগলী মাসি দেহরক্ষা করলেন বুধবার। খবর পেয়ে পাগলী মাসিকে শেষ শ্রদ্ধা জানাতে মেলাঘরে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সারা রাজ্যসহ দেশ-বিদেশে পাগলী মাসির বহু ভক্ত-অনুরাগী রয়েছেন। রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে মেলাঘরের সন্নিকটে পাগলী মাসির মন্দির। গত প্রায় ৫০ বছর ধরে একই স্থানে শুয়ে রয়েছিলেন তিনি। তাঁর সকল ভক্ত-অনুগামীরা পাগলী মাসিকে মা কালীর অবতার হিসেবে বিশ্বাস করে পুজো করতেন। এই সাধিকা সমগ্র জীবনভর মানুষের সেবায় নিয়োজিত ছিলেন বলেই ভক্তদের বিশ্বাস। প্রতিবছর চৈত্র মাসের দ্বিতীয় দিনে তাঁর মন্দির ঘিড়ে বিশাল মেলার আয়োজন করতেন ভক্তরা। মেলায় রাজ্য তথা বহি:রাজ্য থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটতো। প্রতিদিন ভক্তরা তাঁকে নানা খাবার নিবেদন করলেও জীবনভর উপবাস,স্বল্পাহারে দিন কাটিয়েছেন তিনি। তাঁর সঠিক বয়স এখনও অজানা। তাঁর মহাপ্রয়াণে সংবাদ ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৩শে জুন ২০২১