তামিলনাড়ুর ভান্দালুরের আরিগনার চিড়িয়াখানায় একটি পুরুষ সিংহের মৃত্যু হয়েছে। সিংহটি করোনা আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে। চিড়িয়াখানার পুরুষ সিংহটির মৃত্যুর পরেই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা ভোপালে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করা হলে সিংহের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনই জানা গেছে তামিলনাড়ুর ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষের বয়ান অনুসারে। প্রাণীদেহেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় নয়া আতঙ্ক তৈরি হয়েছে। চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, চিড়িয়াখানার আরও বেশ কয়েকটি সিংহেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আরশিকথা দেশ-বিদেশ
৪ঠা জুন ২০২১