আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আরও ছ’টি সাবমেরিন কিনতে চলেছে ভারতীয় নৌসেনা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


     সাগরে লালফৌজকে টেক্কা দিতে আরও ছ’টি সাবমেরিন কিনতে চলেছে ভারতীয় নৌসেনা। নতুন ছ’টি ডুবোজাহাজ তৈরির জন্য ৫০ হাজার কোটি টাকার টেন্ডার ঘোষণা করতে চলেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার এক বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাশ করতে পারে প্রতিরক্ষামন্ত্রকের ‘ডিফেন্স একুইজিশন কাউন্সিল’। জানা গিয়েছে, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পি ৭৫ ইন্ডিয়া’। এর অন্তর্গত আরও ছ’টি নতুন ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন তৈরি করা হবে। স্করপেন ক্লাস সাবমেরিনের উত্তরসূরী হবে এই ডুবিজাহাজগুলি। বর্তমানে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে মুম্বইয়ের মাঝগাওঁ ডকইয়ার্ডে স্করপেন ক্লাসের সাবমেরিন তৈরি হচ্ছে। গত মার্চ মাসেই দেশের সামরিক শক্তি আরও বাড়িয়ে নৌসেনায় শামিল হয়েছে অত্যাধুনিক সাবমেরিন আইএনএস করঞ্জ। এটি ভারতের তৃতীয় ‘স্করপেন ক্লাস ডিজেল-ইলেকট্রিক’ সাবমেরিন ।


    আরশিকথা দেশ-বিদেশ

    ৪ঠা জুন ২০২১
     

    3/related/default