কোভিড পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


কোভিড-১৯ পরবর্তী জটিলতার জন্য  হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। মঙ্গলবার তাঁকে এইমসে ভর্তি করা হয়। গত ২১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই সময় ট্যুইটারে নিজেই সংক্রমিত হওয়ার খবর জানিয়েছিলেন। হোম আইসোলেশনেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠেন। পরে, পুরোদমে কাজেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, ফের করোনা পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় তাঁকে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। 


আরশিকথা দেশ-বিদেশ

১লা জুন ২০২১
 

3/related/default