পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির দরুন এআইসিসি'র নির্দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় দুর্গাবাড়ি সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে। প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা।
প্রদেশ কংগ্রেসের সভানেত্রী লক্ষ্মী নাগ জানান, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির দরুণ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সরকার যেন অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে উদ্যোগী হয়। এমনিতে এসবের ফলে শ্রমিক, কৃষকদের হাতে টাকা নেই। এই অবস্থায় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি দরুণ শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে। দাবি পূরণ না হলে কংগ্রেস আগামী দিনগুলিতে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই জুন ২০২১